Home » জাতীয় » সুনামগঞ্জে দয়ার দরজা খুলুন এর পক্ষ থেকে করোনা উপলক্ষে ঈদ উপহার বিতরণ

সুনামগঞ্জে দয়ার দরজা খুলুন এর পক্ষ থেকে করোনা উপলক্ষে ঈদ উপহার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ ইচ্ছারচর গ্রামের ৬০ জন অসহায় পরিবারের মাঝে দয়ার দরজা খুলুন (The door of marcy)পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিতরণকালে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ রকিব চৌঃ, রনি চৌঃ,আতাহার চৌঃ, মিটুন চৌঃ, সোহাগ চৌঃ প্রমুখ । এ সময় দয়ার দরজা খুলুন (The door of marcy ) একজন এডমিন (নাম প্রকাশে অনিচ্ছুক) তিনি বলেন, এলাকার বিত্তবানরা নিজ নিজ জায়গা থেকে মনের দরজা খুলে অসহায় মানুষদের পাশে দয়ার দরজার হাত বাড়ালে এই ক্রান্তিলগ্নে কিছুটা হলেও উপকৃত হবেন। দয়ার দরজা খুলুন(The door of marcy)দেশের ক্রান্তিলগ্নে পাশে আছে এবং আগামীতে ও পাশে থাকবে । সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সহ আর ও তিনটি স্থানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

0 Shares