Home » সারাদেশ » সুনামগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

 

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে জাতীয়তাবাদী দলকে আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, পবিত্র মাহে রমজানে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বেতগঞ্জ বাজারস্থ চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি.র নেতা ছমরু মিয়ার সভাপতিত্বে এডভোকেট স্বপ্ন ও কাউন্সিল মোশাররফ হোসেন ও আব্দুল লতিফ এর যৌথ পরিচালনায় সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম এডভোকেট ফজলুল হক আসপিয়ার পুত্র ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ব্যারিস্টার আবিদুল হক বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আহবায়ক কমিটি সদস্য সেলিম উদ্দিন আহমদ,আবুল মনসুর শওকত, সাবেক পৌর কাউন্সিল আব্দুল আল রুমান,এডভোকেট মোশহিদ আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও জেলা বিএন পির সাবেক কৃষি বিষয়য়ক স¤পাদক আব্দুল মজিদ, কামাল হোসেন, আব্দুল করিম পাটান, নেতা আব্দুল মজিদ (লিটন) বিএন পি নেতা হোসেন আমির,নিজাম উদ্দিন। বক্তরা বলেন, যারা বিএনপির দূ সময়ে অগ্নিঝরা রাজপথে ছিলেন অত্যাচার -নির্যাতন ,সহ্য করেছেন দল তাদের কে, যথার্থ মুলায়ন করবে। তবে দলে বিভেদ সৃষ্টি করবেন না। দলীয় পরিচয়ে চাঁদাবাজি টেন্ডার বাজি করে জন সাধারণ কে কষ্ট দিবেন না। তিনি আরো বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুশিয়ারি করে বলেছেন দল কোনো ব্যক্তির ও কোনো গোষ্ঠীর নয়। ব্যক্তির বা গোষ্ঠীর নামে চাঁদাবাজি টেন্ডার বাজি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হলে দল তার দায়ভার কিছুতেই নিবে না। দল তার বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেবে। আমাদের নিজেদের মধ্যে এক্য রেখে চলতে হবে। অতীতে যেই শাসক দেশের মানুষের ওপর অবিচার, নির্যাতন করেছে তারাই নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, একে বারে ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ তার উদারণ। হাসিনা বালাদেশ কে ধবংস করার যে ষড়যন্ত্র করেছিল ছাত্র -জনতার আন্দোলনে সে চির তরে বিদায় হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আশরাফুর জামান ভুয়া, ইউপি নেতা ইছাক আলী, হুমায়ুন কবির, জামাল হোসেন, যুবদল নেতা জাবেদ উল্লা, সালেহ হক( রাজি),জুনেদ আহমেদ, শাহআলম, স্বেচ্ছাসেবক দলের নেতা রায়ন উদ্দিন, এ ছাড়া মোল্লাপাড়া ইউনিয়ন বিএন পি , নেতৃবৃন্দরা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 Shares