Home » জাতীয় » সুনামগঞ্জে লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনা, ৮ জনকে আর্থিক জরিমানা

সুনামগঞ্জে লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনা, ৮ জনকে আর্থিক জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি :
সারাদেশের মত দ্বিতীয় দিনে লকডাউনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও র‌্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষকে করোনার হাত থেকে রক্ষা করতে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, শাহারিয়ার আক্তার, দিপংঙ্কর বর্মণ ও মোহন সিং এর নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্টে, শহীদ মিনার প্রাঙ্গণ, পৌর চত্বরসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ জনকে মাস্ক না থাকায় অর্থদণ্ড প্রদান করা হয়। যারা অসহায় তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের ডিএডি আইয়ূব, এস জি আর মো. সেলিম,পিও মুজিবুর রহামন, এন কে আলীম, সিও এন তাহেরসহ প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সাংবাদিকদের জানান, এই মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সকলকে নিরাপদে রাখতে মূলত এই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা। যারা সরকার ও প্রশাসনের নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর যারা অসহায় মানুষজন আছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক দেয়া হচ্ছে।

0 Shares