Home » জাতীয় » সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে মোবাইলকোর্ট। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল হক। এ সময় সুনামগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, বাধনপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক দোকান, রেস্টুরেন্ট, হোটেল, ফার্মাসি, বিপনী বিতান, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে সতর্কীকরণ করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণে অবহেলা করায় ৪ টি প্রতিষ্ঠানে ১হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। একই সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তুরাব হোসেন অস্বচ্ছল নাগরিকদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের জন্য সতর্ক করেন। তারা জানান, জনস্বার্থে স্বাস্থ্যবিধি বিষয়ক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

0 Shares