Home » রাজনীতি » সুনামগঞ্জ আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের

সুনামগঞ্জ আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানে সম্পর্কে আপত্তিকর মন্থব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি পন্থি আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,এড. মাসুক আলম,জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল, পৌর বিএনপির সভাপতি এড. শেরেনুর আলী প্রমুখ। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম এর আদালতে মামলাটি নেয়ার আবেদন করেন। মামলার আবেদনে আরেক আসামি হলো ভার্চ্যুয়াল টকশোতে মুরাদ জাইমা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্থব্য করা সেই টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদ। মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের সম্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়, এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয় দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

0 Shares