Home » জাতীয় » সুনামগঞ্জ ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন

সুনামগঞ্জ ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি:
আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” উপলক্ষে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিলেট জোনের শিকদার মো: শিহাবুদ্দীন এর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো: নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা। স্বাগত বক্তব্য রাখেন এফএভিপি ও শাখা প্রধান মো: রবি উল্লাহ। এসময় তারা বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ৭০টি বৃক্ষ বিতরণ করে বৃক্ষ রোপনের কর্মসুচী উদ্বোধন করেন। এ ছাড়া সারা উপজেলায় ১২শত বৃক্ষ বিতরণ ও রোপন করা হবে।

0 Shares