Home » জাতীয় » সুনামগঞ্জ জেলার ধর্মীয় নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময়

সুনামগঞ্জ জেলার ধর্মীয় নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:
সম্প্রতি সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় নেতাদের নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনাকে সামাল দিতে ধর্মীয় নেতাদের সাথে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের শান্তি-সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা এমপি শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার এবং সুনামগঞ্জ জেলার ইমাম-ওলামাগণ। কোনো গুজবে কান না দিয়ে ধর্মীয় শান্তি-সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।r

0 Shares