Home » জাতীয় » সেই রানুর সঙ্গে সুর মেলাতে চান কুমার শানু

সেই রানুর সঙ্গে সুর মেলাতে চান কুমার শানু

নিউটার্ন ডেস্ক
রানাঘাট রেলস্টেশনে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই রানুর সঙ্গে গান গাইতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু।

এর আগে ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে একাধিক গান রেকর্ড করেছেন রানু মণ্ডল। সেই গান অন্তর্জালে ঝড় তুলেছে।

আর এবার রানুর সঙ্গে দ্বৈত গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে কুমার শানুর নতুন অ্যালবাম ‘খেয়ালি দিন’।

উদ্বোধন অনুষ্ঠানে শানু বলেন, যদি নতুন গায়ক আসে, আমরা খুশি হই। রানু ভালো কাজ করলে স্বীকৃতি পাবেন। যদি প্রস্তাব পাই, তবে অবশ্যই আমি উনার সঙ্গে গান গাইব।

কুমার শানু আরও বলেন, হিমেশ রেশমিয়ার সঙ্গে রানুর যে গানে রেকর্ড করেছেন বলে তিনি অনেকের মুখে শুনেছেন। তবে এখনও নিজের কানে শোনার সুযোগ হয়নি। রানাঘাট স্টেশনে কঠিন সংগ্রাম করে বেঁচেছিলেন ৫৮ বছরের রানু। সেই রানুর গাওয়া লতা মুঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর খুলে যায় ভাগ্য।

11 Shares