Home » জাতীয় » স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা সংবর্ধনা

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা সংবর্ধনা

 

 

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা কনফারেন্স হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) আব্দুল মালেক বীর প্রতীক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক (অব.) তোতা মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ গোলাম কবির বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আমরা বীর মুক্তিযোদ্ধাদের মুখের কথা, মুক্তিযুদ্ধের অনেক ঘটনা আজ শুনতে পারছি। জানিনা তাদের মুখে মুক্তিযুদ্ধের এসব ঘটনা আর কতদিন শুনতে পারবো। অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন,বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযোদ্ধারা জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবোনা।

 

বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক এ এইচ এম শফি, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান সামিন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, দৈনিক যায়যায় দিনের গোলাপগঞ্জ প্রতিনিধি কে এম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ তালুকদার সদস্য ফাহিম আহমদ, সাপ্তাহিক সোনালী সিলেট প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি অলিউর রহমান তামিম, সাংবাদিক জাবেদ আহমদ, নওরুজ আহমদ শাওন ফয়ছল আহমদ, সালমান কাদের দিপু, আফসর আহমদ, তামিম আহমদ প্রমুখ।r

 

 

0 Shares