চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে মুক্তিযোদ্ধা ও প্রায়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মোতালেব হোসেন মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।r
