Home » জাতীয় » স্বামী উপহাস করায় স্ত্রীর আত্মহত্যা গায়ের রং কালো বলে

স্বামী উপহাস করায় স্ত্রীর আত্মহত্যা গায়ের রং কালো বলে

 

গায়ের রং কালো বলে স্বামী ক্রমাগত উপহাস করায় ২১ বছর বয়সী ভারতীয় এক তরুণী আত্মহত্যা করেছে। ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি গ্রামে গত সোমবার এই ঘটনা ঘটে।

পুলিশের বরাতে বুধবার বিবিসি জানায়, ‘নিহত ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে তার বাবা থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তরুণীর স্বামী এখনো কিছু বলেননি বা কোনো বিবৃতি দেননি।’

বিবিসি জানায়, ‘বাঁশখোয়ারা গ্রামে বাড়ির বাইরে কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল।’

ওই তরুণীর বাবা স্থানীয় পুলিশকে বলেন: মেয়ের গায়ের রং কালো হওয়ার কারণে তার স্বামী ক্রমাগতভাবে অবজ্ঞা করেছেন। এ কারণে তার মেয়ে আত্মহত্যা করেন।

এ ধরনের ঘটনা ভারতে অবশ্য এবারই প্রথম নয়। গায়ের রং নিয়ে স্বামী বিদ্রুপ করায় ২০১৪ সালে ২৯ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেন। এছাড়া গায়ের রং কালো হওয়ায় সহপাঠী ‘কুৎসিত’ বলে ডাকায় ২০১৮ সালে ১৪ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করে।

নিউটার্ন.কম/AR

53 Shares