Home » জাতীয় » সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো মা-ছেলের আহত হয়েছেন আরও ৪ জন!

সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো মা-ছেলের আহত হয়েছেন আরও ৪ জন!

 

বরিশাল: বরিশালে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুপুর ১টার দিকে নগরীর সাগরদী আলিয়া মাদরাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম (৬০) ও ছেলে শিপন (৩৫)।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ শেবাচিম হাসপাতালে পাঠানো হবে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউটার্ন.কম/RJ

10 Shares