নওগাঁ প্রতিনিধি : অসহায় হতদরিদ্র শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছেন সাংবাদিক ও কবি মো.আককাস আলী। অসহায় দরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই।
আরও পড়ুন :
ছাতক পৌরসভা নির্বাচনে আ:লীগ-বিএনপির হাড্ডাহাড়ি লড়াই
আনুশকা হত্যা: গ্রেপ্তার দিহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ এলাকা থেকে নতুন কিংবা পুরনো শীতবস্ত্র সংগ্রহ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশের স্বজনদের প্রতি আহ্বান জানান এই সাংবাদিক ও কবি।তিনি বলেন, আপনাদের দেয়া শীতবস্ত্র একজন শীতার্ত মানুষের শীত নিবারণের অবলম্বন হতে পারে। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করতে হবে। কবি ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কয়েক জন হতদরিদ্র মহিলা ও শিশুর গাঁয়ে কম্বল পড়িয়ে দেন। এ’ছাড়া তিনি তার সাধ্যমত শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।