Home » আন্তর্জাতিক » হরভজনও অভিনয় করছেন সিনেমায়!

হরভজনও অভিনয় করছেন সিনেমায়!

 

চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার যেন হিড়িক পড়েছে ভারতীয় ক্রিকেটারদের। ইতিমধ্যে দক্ষিণী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি পেসার ইরফান পাঠান। এবার সামনে এলো ডানহাতি অফস্পিনার হরভজন সিংয়ের নাম। তামিল সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনিও।

‘দিক্কিলুনা’ শিরোনামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হরভজন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। এর মূখ্য চরিত্রে অভিনয় করবেন প্রখ্যাত দক্ষিণী অভিনেতা সান্থনম। ছবিটি পরিচালনা করবেন স্বনামধন্য নির্মাতা কার্থিক যোগি। কেজেআর স্টুডিও ও সোলজার ফ্যাক্টরির যৌথ প্রযোজনায় এটি নির্মিত হবে।

এ প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন, তা নয়। এর আগে সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান অজয় জাদেজা বেশ ক’টি বলিউড সিনেমায় অভিনয় করেন। বেশ সাড়াও ফেলেন। যদিও তার ফিল্মি ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি।

এবার সিনে জগতে নাম লেখাতে যাচ্ছেন পাঠান-হরভজন। জাতীয় দল ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে খেলেছেন তারা। ক্রিকেট ক্যারিয়ারে সফলও দুজন। এবার সিনে পর্দায় কতটা সাফল্য পান তারা, সেটাই দেখার বিষয়।

নিউটার্ন.কম/AR

0 Shares