Home » সারাদেশ » হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান

হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান

 

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

শিক্ষা, সমাজ, বিকাশ এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩১ অক্টোবর) হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর-বাহেরচরে অবস্থিত হিলফুল ফুযুল পাঠাগার পরিবার পাঠাগারের নিজস্ব লোগো উন্মোচন করেন।

জামিয়া শেখ আব্দুল্লাহ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ রহমতুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

 

মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনায় ও সঞ্চালনায় সকাল দশটায় শুরু হয়ে ওই অনুষ্ঠানটি চলে এগারটা পয়তাল্লিশ পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন, রানা হোসাইন, রুমান হোসাইন, মাহবুবুর রহমান শুভ, নাহিদ হাসান, রবিন আহমেদ, মাওলানা ইমরান, আরিফ আহমেদ, ফারহান হাবিব, মাহিম, রহমতুল্লাহ, আব্দুল করিমসহ আরো অনেকে।

রানা হোসাইনের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে লোগো উন্মোচনের এ অনুষ্ঠানটি শেষ হয় ও আয়োজকরা পাঠাগার সদস্য ও অতিথিদের জন্য মেহমানদারির ব্যবস্থা রেখেছিলেন। বিক্রমপুর ২.০ পেজ ছিল অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার।

বিশেষ দ্রষ্টব্য : লোগোটি তৈরী করেছেন সিনিয়র ডিজাইনার হাফিজুর রহমান ইমন

0 Shares