Home » জাতীয় » হুয়াওয়ের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, কর্মিদের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালার আয়োজন

হুয়াওয়ের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, কর্মিদের জন্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালার আয়োজন

 

ঢাকা :আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে হুয়াওয়ে নারী কর্মিদের জন্য একটি স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে। ঢাকায় হুয়াওয়ের সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়। এই বিশেষ উদ্যোগ কর্মিদের সুস্থতা ও একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে হুয়াওয়ের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
এই কর্মশালার লক্ষ্য ছিলো নারী কর্মিদের কে ইউরিনারি হেলথের উপর কাউন্সেলিং প্রদান করা। কাউন্সিলিংয়ে বিশেষভাবে গুরুত্ব পায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই), যা নারীদেরএকটিসাধারণসমস্যা। ইউনাইটেড হসপিটালের ডা. সরকার কামরুন জাহান ঝিনুক এই সমস্যার ঝুঁকি, লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং চিকিৎসার উপায় নিয়ে আলোচনা করেন।


তিনিবলেন, ইউরিনারিট্র্যাক্টেরইনফেকশনজীবনযাপনেরকিছুসাধারণঅভ্যাসপরিবর্তনেরমাধ্যমেপ্রতিরোধকরাসম্ভব। প্রচুরপরিমাণেপানিপান, ব্যক্তিগতপরিচ্ছন্নতাবজায়রাখা,আঁটসাঁটপোশাকপরিহারেরমাধ্যমেআর্দ্রতা ও ব্যাকটেরিয়ারবৃদ্ধিরোধকরেইউটিআইহওয়ারসম্ভাবনাকমানোসম্ভব।
হুয়াওয়েরএইচআরডিরেক্টরলিনজিয়াওএইকর্মশালারসূচনাকরেন। হুয়াওয়ের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
লিনজিয়াওবলেন, “হুয়াওয়েতেআমরাকর্মদক্ষতাকেঅগ্রাধিকারদিয়েথাকি। একজনকর্মীপুরুষবানারীযাইহোকনাকেন, আমরাতাঁকেতাঁরদায়িত্বশীলতা ওকর্মদক্ষতারমানদন্ডদিয়েইবিচারকরি। আমরাদেখেছিযে, পুরুষএবংনারীউভয়ইদক্ষতারসাথেকাজকরতেসক্ষম। হুয়াওয়ের কর্মীদেরসুস্থতারদিকেওআমরামনোযোগদিয়েথাকি। তাইআমাদেরকর্মীদেরজন্যওপিডি ও আইপিডিবীমারসুবিধারয়েছে। আমরাকর্মীদেরজন্যনিয়মিতস্বাস্থ্যসচেতনতাবিষয়ককর্মশালারওআয়োজনকরি। আজকেরকর্মশালানারীকর্মীদেরসুস্বাস্থ্যনিশ্চিতকরারপ্রতিআমাদেরপ্রতিশ্রুতিকেতুলেধরে।”
হুয়াওয়েঅন্তর্ভুক্তিও ক্ষমতায়নেবিশ্বাসকরে।প্রতিষ্ঠানটিপ্রতিমাসেকর্মক্ষেত্রেবায়ু, পানি ও খাবারেরগুণমানপরীক্ষাকরারমতোউদ্যোগেরমাধ্যমেস্বাস্থ্যকরকাজেরপরিবেশনিশ্চিতকরে। এছাড়াহুয়াওয়েরপরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তাবিয়ষকনীতিঅনুযায়ীনিয়মিতফায়ারড্রিলসে্রওআয়োজনকরাহয়েথাকে।

-প্রেস বিজ্ঞপ্তি

0 Shares