Home » জাতীয় » হোমনায় মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন

হোমনায় মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন

 

মো. আবু রায়হান চৌধুরী, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত।
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হোমনা প্রেসক্লাবের সামনে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রয়াত শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদী সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পেজে কোনো কটূক্তিমূলক পোস্ট দেননি। ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফ্াসাতে কেউ এটা করেছে। আলাউদ্দিন জিহাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অনতিবিলম্বে তাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও কারাগার থেকে মুক্তি দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস সাত্তার, হাফেজ মাওলানা আবদুস সালাম, মনিরুজ্জামান টিপু, মাওলানা ওমর ফারুক, মাওলানা রবিউল আওয়াল, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন, মো. মাইনুদ্দিন, মুফতি মো. মহিউদ্দিন ফারুকী, মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।

0 Shares