Home » জাতীয় » ২দিন বন্ধের কবলে স্থলবন্দর বেনাপোল, পণ্য নষ্ট হচ্ছে

২দিন বন্ধের কবলে স্থলবন্দর বেনাপোল, পণ্য নষ্ট হচ্ছে

এম এ রহিম,বেনাপোল:
দোলপূজা ও রং খেলা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ২দিন বন্ধের কবলে পড়ছে স্থলবন্দর বেনাপোল। রবিবার সকাল থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বেনাপোল পেট্টাপোল বন্দরের দুপারের সড়কে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবাহি ট্রাক। নষ্ট হচ্ছে মাছ পানসহ পচনশীল কাঁচামাল। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়িরা।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর সংশ্লিষ্টরা জানান, রবিবার রং খেলা ও সোমবার দোলপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি। ফলে আমদানি রফতানি বাণিজ্য রয়েছে বন্ধ্।তবে বিশেষ ব্যবস্থায় সোমবার কিছু মালামাল আমদানি রফতানি জন্য পেট্টাপোল বন্দর ব্যাবহারকারীদের সাথে সমঝোতা হয়েছে বলে জানান সাজেদুর রহমান।
বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক,আব্দুল জলিল জানান,রবিবার পণ্য আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টম রয়েছে খোলা। বন্দর গোডাউনে চলছে লোড-আনেলাড। পাসপোর্ট যাত্রী চলাচলও স্বাাভাবিক রয়েছে বলে জানান তিনি।

0 Shares