কমলগঞ্জ (মৌলভীবাজার):
২য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েই ২য় দিনে পোস্টার অপসারণ করেন মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ জুয়েল আহমেদ।
আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তন: তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি বাড়ার ‘সম্ভাবনা বাড়ছে’
ফুটবল প্রতিযোগীতা: শমশেরনগর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন
আজ সোমবার সকালে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে পোস্টার অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়রের সাথে উনার সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।
২য় বারের মতো নবনির্বাচিত কমলগঞ্জের মেয়র মোঃ জুয়েল আহমদ বলেন, ‘নিজের ও সকল প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল। বিগত সময়ের মতো আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।’
নোট: ছবি সংযুক্ত।