Home » জাতীয় » ৪৩তম ডি-৮ কমিশনের সভা সমাপ্ত

৪৩তম ডি-৮ কমিশনের সভা সমাপ্ত

 

ঢাকা :

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ৪৩তম ডি-৮ কমিশনের দুই দিনব্যাপী সভা আজ সমাপ্ত হলো। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ডি-৮ ভুক্ত দেশসমূহের কমিশনারগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের Outcome documents “ঢাকা ঘোষণা ২০২১” এবং ডি-৮ এর আগামী দশ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপ “D-8 Decennial Roadmap for 2020-2030” ডি-৮ কমিশনারদের পর্যায়ে গৃহীত হয়।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল ২০২১ তারিখে “19th Session of the D-8 Council of Ministers” এবং আগামী ৮ এপ্রিল ২০২১ তারিখে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামীকাল অনুষ্ঠিতব্য ডি-৮ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সভায় “ঢাকা ঘোষণা ২০২১” এবং “D-8 Decennial Roadmap for 2020-2030” গৃহীত হলে উক্ত ডকুমেন্টসমূহ দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে ডি-৮ নেতৃবৃন্দের সম্মতিক্রমে গৃহীত হবে বলে আশা করা যাচ্ছে।

 

0 Shares