এম এ রহিম, বেনাপোল যশোর : যশোরোর শার্শায় ৪ বছর বয়েসি সুমন ৪ চাকার গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। শহরে গ্রামে ও একাবেকা মাঠ পথে রেল লাইনের ধারে গাড়ি চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সুমন ও তার সহপাঠি বন্ধুরা। এত অল্প বযেসে তার গাড়ি চালানো দেখে অবাক হচ্ছেন পথচারিসহ স্থানীয়রা।
যে বয়েসে সুমনের সাইকেলও চালানোর কথা না। থাকবে বাড়িতে শিখবে খেলাধুলা। আর এই আল্প বযেসেই সুমন পড়ছে যশোরের শার্শা উপজেলার সামলাগাছি গ্রামের একটি মাদ্রাসায়। ২০২২সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল রাঃ সামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিম খানায় পড়েন সুমন। মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের কল্যাণে পাশেই গড়ে তুলেছেন কারিগরি কারখানা। পড়াশুনার পাশাপাশি এখানেও শেখে শিক্ষার্থীরা। এই কারখানায় তৈরী পরিবেশ বান্ধব গাড়িতে চড়ে মজা করেন শিক্ষার্থীরা।
এ দেখেই অবাক হন পথচারি ও স্থানীয়রা। ফলে এ প্রতিষ্ঠানে শিশুদের পাঠাতে আগ্রহ বাড়ছে স্থানীয়দের।
পথচারি সনিয়া ও জাবেত হোসেন বলেন ৪ বছরের শিষুর গাড়ি চালানো দেখে অবাক হয়েছেন তিনি। তারা মাদ্রাসায় পড়েও শিখছেন অনেক কিছু।
মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান তৈরী করেছেন শিশুবান্ধব সুন্দর কন্ট্রোল ও ঝুঁকিমুক্ত ৪ চাকার গাড়ি। তেল ছাড়াই সৌর বিদ্যুতে চলবে গাড়িটি। রয়েছে বার ভোলাটের ৪টি ব্যাটারি। একটি মোটর ও হর্ন। চাবি দিলেই হবে স্টাট। চলবে গাড়ি। ব্রেক মারলে হবে বন্ধ স্লো। প্রতিবন্ধিসহ অল্পবয়েসী শিশুরা চালাতে পারে ৪ চাকার গাড়িটি। এছাড়াও শিক্ষার সাথে কারিগরি গ্যারেজে কাজ শিখতে পেরে খুশি তারা। বাড়ছে প্রতিষ্ঠানে শিক্ষার্থী।
যশোর বেনাপোল মহাসড়কের পাশে সামলাগাছি গ্রামে মিজানুর রহমান নিজ উদ্যোগে গড়ে তুলেছেন মাদ্রাসা ও এতিমখানা। ছাত্রদের ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি। ইসলামি শিক্ষার পাশাপাশি তাদেরকে স্বাবলম্বি ও কর্মসংস্থান মুখি করতে স্মাট হিসেবে গড়ে তুলতে গড়েছেন কারিগরি গ্যারেজ। রাতে ও দিনে দিচ্ছেন হাতে কলমে শিক্ষা।
ইসলাম ধর্ম ও শিক্ষা সব কিছুই মানব কল্যাণে করতে দরকার স্মাট ও সময়োপযোগি শিক্ষা। মাদ্রাসা শিক্ষার্থীদের সে ভাবেই তৈরী করা হচ্ছে বলে জানান মিজানুর রহমান ।
যশোরের শার্শা সামলাগাছিতে মিজানুর রহমান গড়ে তুলছেন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে কারিগরি শিক্ষা গ্যারেজ। বিভিন্ন ভাবে সহযোগিতা দিচ্ছেন সমাজসেবা অধিদপ্তর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসলাম জানান আশার কথা।
মাদ্রাসা কর্তৃপক্ষ সহ শিক্ষার্থীরা চান সরকারি পিষ্টপোষকতাসহ দানশীল ব্যক্তিদের সহযোগিতা।