Home » আন্তর্জাতিক » ৬২ জন নিহত আফগানিস্তানে মসজিদে বোমা হামলায়

৬২ জন নিহত আফগানিস্তানে মসজিদে বোমা হামলায়

 

আফগানিস্তানে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৬ জন।

বিবিসি জানায়, দেশটির নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরের হাসকা মিনা শহরে শুক্রবার জুমার নামাজ চলছিল। তখনই হঠাৎ বোমা হামলায় প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। বিস্ফোরণে মুহূর্তেই মসজিদের ছাদ ধসে পড়ে।

হামলায় একাধিক বোমার একসাথে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি, কেননা এখনো অনেকেই ধংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন।আফগানিস্তান-মসজিদে বোমা হামলা

যে এলাকায় এ হামলা, সেখানে তালেবান এবং আইএস – দু’টি জঙ্গিগোষ্ঠীই সক্রিয়। কিন্তু কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এখনো।

মাত্র দু’দিন আগেই জাতিসংঘ জানিয়েছিল, আফগানিস্তানে হামলা-সংঘাতে বেসামরিক মৃত্যু অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। শুধুমাত্র চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তই ১১৭৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এসব ঘটনায়।

নিউটার্ন.কম/AR

16 Shares