Home » আন্তর্জাতিক » ৭৩ বছরের বৃদ্ধা মুখস্থ করেছেন পবিত্র কোরআন

৭৩ বছরের বৃদ্ধা মুখস্থ করেছেন পবিত্র কোরআন

 

আন্তর্জাতিক ডেস্ক, নিউটার্ন.কম : কোরআন শরীফ মুখস্থ করে অসাধারণ এক কীর্তি গড়েছেন লেবাননে আশ্রিত ৭৩ বছর বয়সী সিরীয় একজন বৃদ্ধা নারী। নিরক্ষর হওয়ার পরও জীবনের অন্তিম সময়ে গড়া তার এই কীর্তি গোটা মুসলিম বিশ্বের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরবি গণমাধ্যম হালাব টুডের বরাতে জানা যায়, সিরীয় এ বৃদ্ধা যাওয়াইত বাড়ি ঘর হারিয়ে লেবাননের আশ্রয় কেন্দ্রে বসেই মুখস্ত করেন পবিত্র কোরআন। গণমাধ্যমটি এ বৃদ্ধার একটি ভিডিও ও সাক্ষাৎকার প্রকাশ করেছে।

জানা গেছে, কোরআন শিখতে তার সময় লেগেছে সাত বছর। কোরআন শেখার পর মাত্র সাত মাসে হেফজ সম্পন্ন করেছেন তিনি।

নিউটার্ন.কম: /AR

7 Shares