Home » আন্তর্জাতিক » ৮০০ মিলিয়ন বছরের প্রাচীন হীরার ভেতর আরেক হীরা!

৮০০ মিলিয়ন বছরের প্রাচীন হীরার ভেতর আরেক হীরা!

রাশিয়ার সাইবেরিয়ায় একটি খনিতে ৮০০ মিলিয়ন বছর আগের প্রাকৃতিক এক হীরার সন্ধান মিলেছে।

বড় একটি হীরার মাঝখানটায় ফাঁকা। সেখানে আবার স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আরেকটি ছোট হীরা। সম্প্রতি বিশ্বে এই প্রথম এ ধরনের কোনো হীরার সন্ধান পাওয়া গেল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় খনি কোম্পানি আলরোসা পিজেএসসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়।

আলরোসা খনি কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, নতুন এ হীরাটির বড় অর্থাৎ বাইরের অংশটির ০.৬২ ক্যারট ও ভেতরের হীরাটি ০.০২ ক্যারট।

রাশিয়ার ম্যাট্রিওস্কা পুতুলের নামে এ হীরার নাম রাখা হয়েছে। ম্যাট্রিওস্কা পুতুল মূলত একই আকৃতির বিভিন্ন আকারের অনেক পুতুল। বড় থেকে ছোট আকার অনুসারে এগুলোর একটাকে আরেকটার ভেতর ঢুকিয়ে ফেলা যায়।

নিউটার্ন.কম/AR

0 Shares