Home » চাকরি » আ .লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী

আ .লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী

আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম এ পৌরসভায় জগ প্রতীক নিয়ে তিনি ১৩০৩ ভোটের ব্যবধানে প্রতি প্রার্থীকে প্রতিদ্বন্দ্বি হারিয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী  করেন।

পৌরসভার ৯টি কেন্দ্রে মো. আমিনুল ইসলাম ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। এর আগের সর্বশেষ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পাপলুকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম রাবেল।

অন্য দুজন হচ্ছেন পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ৪ হাজার ২২২ এবং পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ ১ হাজার ১৭৫।

এ ছাড়াও নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে জহির উদ্দিন সেলিম (উটপাখি), ২নং ওয়ার্ডে জামিল চৌধুরী (গাজর), ৩নং ওয়ার্ডে জবান আলী (উট পাখি), ৪নং ওয়ার্ডে ফজলুল আলম (পানির বোতল) , ৫নং ওয়ার্ডে রুহিন আহমদ খান (পানির বোতল), ৬নং ওয়ার্ডে জাহেদ আহমদ (গাজর), ৭নং ওয়ার্ডে হেলালুজ্জামান হেলাল (পানির বোতল), ৮নং ওয়ার্ডে ফারুক আলী (উট পাখি) , ৯ নং ওয়ার্ডে নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প) বেসরকারি ভাবে কাউন্সির নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত আসন ১,২,৩ ওয়ার্ডে শেফা বেগম (জবা ফুল), ৪,৫,৬ ওয়ার্ডে মেহেরুন বেগম (আনরস) ও ৭,৮,৯ নং ওয়ার্ডে মনোয়ারা ফেরদৌসি (চশমা) বিজয়ী হয়েছেন

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, কোনো ধরনের গোলযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মোট ভোটার ২৩ হাজার।

0 Shares