Home » জাতীয় » এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫পেল রবি

এফআইসিসিআই সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫পেল রবি

 

ঢাকা : ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(এফআইসিসিআই) সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫পেল রবি আজিয়াটা পিএলসি।রবি তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’এর মাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে।

সম্প্রতি ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে সাসটেইনেবিলিটিঅ্যান্ডইনোভেশনঅ্যাওয়ার্ড২০২৫দেওয়াহয়।অনুষ্ঠানেজাতীয়রাজস্ববোর্ডের (এনবিআর) চেয়ারম্যানমো. আব্দুররহমানখানেরকাছথেকে ‘এক্সেলেন্সইনডিইআই (ডাইভারসিটি, ইকুইটিঅ্যান্ডইনক্লুশন)’ ক্যাটেগরিতেপুরস্কারগ্রহণকরেনরবিরচিফপিপলঅফিসারমুহাম্মদশোয়েববেগ।

এ সময়েপুরস্কারবিতরণপর্বেমঞ্চেউপস্থিতছিলেনএফআইসিসিআই’রসহ-সভাপতিইয়াসিরআজমান, পরিচালনাপর্ষদেরসদস্যমানাবুসুগাওয়ারা, নির্বাহীপরিচালকটি. আই. এম. নূরুলকবিরএবংরবিরস্ট্র্যাটেজিককমিউনিকেশন্সেরমহাব্যবস্থাপকনিয়াজমোহাম্মদসিদ্দিকীসহঅন্যান্যঅতিথিবৃন্দ।

২০২৪সালের১অক্টোবরতাদেরমাতৃত্বসহায়তাকর্মসূচি ‘ব্লুম’চালুকরেরবি।এইউদ্যোগেরমাধ্যমেদেশেরকরপোরেটজগতেমাতৃত্বসহায়তারধারণাকেনতুনভাবেসংজ্ঞায়িতকরাহয়েছে।কর্মজীবীমায়েদেরমাতৃত্বকালীনসময়কেআরওসহজ, নিশ্চিন্তওসহায়ককরেতোলারপাশাপাশিতাঁদেরপেশাগতঅগ্রগতিযেনবাধাগ্রস্তনাহয়- সেইলক্ষ্যেইনেওয়াহয়েছেএইবিশেষকর্মসূচি।

ব্লুমউদ্যোগেরমাধ্যমেপ্রচলিতনিয়মেরবাইরেগিয়েসহমর্মিতা, কাজেরধারাবাহিকতাওপেশাগতউন্নয়নকেএকত্রকরেএকটিসমন্বিতকাঠামোগড়েতোলাহয়েছে।এটিবৈচিত্র্য, সমতাওঅন্তর্ভুক্তি (ডিইআই)-এরপ্রতিরবিরদৃঢ়অঙ্গীকারেরবাস্তবপ্রতিফলন।এরমাধ্যমেমাতৃত্বকেআরপেশাগতঅগ্রগতিরপ্রতিবন্ধকতানয়, বরংএকটিসহায়কওক্ষমতায়নমূলকঅভিজ্ঞতাহিসেবে দেখা হচ্ছে।

-প্রেস রিলিজ

0 Shares