Home » জাতীয় » ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অভয়নগরে আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অভয়নগরে আনন্দ উদযাপন

 

অনিক দাস (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগরে রবিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন করা হয়েছে।

দিনের শুরুতেই বঙ্গবন্ধু ম্যুরালে অভয়নগর উপজেলা প্রশাসন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন । অভয়নগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, নওয়াপাড়া পৌরসভা, নওয়াপাড়া প্রেসক্লাবসহ অভয়নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। তাছাড়া শনিবার রাত থেকে নওয়াপাড়া পৌরসভা , যশোরপল্লী বিদ্যুৎ সমিতি -২ ও অভয়নগর থানা আলোকসজ্জা করা হয়। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে – বাংলাদেশ এর স্বাধীনতার মূলমন্ত্র, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের উপর আলোচনা সভা করা হয়।

অভয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন মোল্যার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানা আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম,নওয়াপাড়া -রাজঘাট শিল্প অঞ্চলের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারাজী নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান তারু,অভয়নগরের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অভয়নগরের বিভিন্ন পর্যায়ের কর্মি গন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।r

0 Shares