Home » জাতীয় » করোনা ভাইরাস: মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ালো

করোনা ভাইরাস: মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ালো

নিউটার্ন ডেস্ক :
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জন মারা গেছেন।
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর এটা ছিল এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। বুধবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে রেকর্ড ৯৬ জন মানুষ মারা যায়।

এ নিয়ে করোনাভাইরাসের কারণে দেশে মোট মারা গেল ১০ হাজার ৮১ জন মানুষ।

এছাড়া, এই ২৪ ঘণ্টা সময়ে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এমন ৪,১৯২ জন সনাক্ত হয়েছে।

ফলে মোট সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি পরীক্ষাগারে মোট ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ গতকালের তুলনায় দেশে নমুনা পরীক্ষার সংখ্যা বেশ খানিকটা কমেছে। এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ৮২৫টি।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষ সনাক্তের হার ২১ শতাংশে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের বড় অংশ অর্থাৎ ৫২ জনের বয়স ৬০ বছরের বেশি। এদের মধ্যে পুরুষ ৬৪ জন, আর নারী ৩০জন ছিল।

যারা মারা গেছে তাদের মধ্যে ৯০ জনই মারা গেছে হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫,৯১৫ জন।

0 Shares