Home » কৃষি » কাউনিয়ায় আলু ক্ষেত লেট ব্রাইড রোগে আক্রান্ত
কাউনিয়ায় আলু ক্ষেত লেট ব্রাইড রোগে আক্রান্ত

কাউনিয়ায় আলু ক্ষেত লেট ব্রাইড রোগে আক্রান্ত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

বৈরি আবহাওয়া ও তীব্র শীতের কারণে কাউনিয়ায় আলু ক্ষেতে লেট ব্রাইড (নাবি ধ্বজা) রোগের প্রার্দূভাব ব্যাপক হারে দেখা দিয়েছে। চাষীরা ক্ষেত রক্ষায় ঘন ঘন ছত্রাক নাশক ঔষধ প্রয়োগ করছে। এতেও তেমন কাজ না হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়ছে। সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে কম বেশি সব কৃষকের ক্ষেত এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। গত মৌসুমে আলুর ভাল দাম পাওয়ায় চলতি মৌসুমে চাষীরা আলুর উপর আগাম মহাজনী সুদ (দাদন) নিয়ে ব্যাপক ভাবে আলু চাষাবাদ করেছে। মৌসুমের শুরুতে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকলে জানুয়ারি মাসে ঘনঘন শৈত্য প্রবাহের কারণে আলু ক্ষেত লেট ব্রাইড (নাবি ধ্বজা) রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

কৃষকেরা স্থানীয় কীটনাশক বিক্রিতা দোকানদারের পরামর্শে আলু ক্ষেতে বিভিন্ন কোম্পানির ছত্রাক নাশক ঔষধ ঘনঘন প্রয়োগ করছে। কিন্তু এতেও কোন কাজ হচ্ছে না। আলু গাছের আগা শুকিয়ে যাচ্ছে। পাতায় পাতায় ফোঁসকা পড়ার মত ক্ষত দেখা দিয়েছে। এতে করে চাষীরা দিশেহারা হয়ে পড়ছে। মৌসুমের শুরুতেই চাষীরা আগাম জাতের আলুর দাম কিছু টা পেলেও বর্তমানে দাম কমে যাওয়ার আলুর ভাল দাম পাওয়া নিয়ে চারীরা শংকিত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ সুনামগঞ্জে ১৩ বছরের শিশুকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী কর্মসূচি পালন

তার মধ্যে আলু ক্ষেত লেট ব্রাইড (নাবি ধ্বজা) রোগে আক্রান্ত হওয়ায় চাষীদের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। নাজিরদহ গ্রামের কৃষক বিপ্লব মিয়া জানান সে ঋণ নিয়ে দেড় একর জমিতে ৩ প্রজাতির আলু চাষ করেছে প্রথমে ১০ দিন পর পর জমিতে ছত্রাক নাশক ঔষধ স্প্রে করলেও ক্ষেতে রোগ দেখা দেওয়ায় ৩ দিন পর পর স্প্রে করেও রোগ থেকে ক্ষেত রক্ষা করা যাচ্ছে না। দিন দিন আলু ক্ষেতের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

আমরা কৃষকরা আশাতীত ফলন পাবো কি না এ নিয়ে দুঃচিন্তায় আছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে চলতি মৌসুমে এ উপজেলায় ৪ হাজার ৭শত ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা অতিক্রম করে চাষাবাদ হয়েছে ৪ হাজার ৯শত ৩০ হেক্টর জমিতে। কৃষকরা বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আলু কার্ডিনাল, স্টিকিস, গ্রান্যুলা, ডায়মন্ড, লেডি রোজেন্ডা, রোমানা,পাকড়ি, জায়গীর শীল সহ বিভিন্ন জাতের আলু চাষাবাদ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, কিছু কিছু এলাকায় আলু ক্ষেতে লেট ব্রাইড (নাবি ধ্বজা)রোগ দেখা দিয়েছে এমন খবর পেয়েছি। তবে ব্যাপক ভাবে আক্রান্ত হয়নি। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের করনীয় সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। শৈত্য প্রবাহ কেটে গেলে ক্ষেতের উন্নতি হবে।

0 Shares