Home » শিক্ষা » কালরাত স্মরণে বশেফমুবিপ্রবিতে প্রদীপ প্রজ্জ্বলন

কালরাত স্মরণে বশেফমুবিপ্রবিতে প্রদীপ প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, নিউটার্ন.কম : ২৫ মার্চের ভয়াল কালরাত স্মরণে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫শে মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোমবাতি জ্বেলে ২৫শে মার্চের ভয়াবহতা স্মরণ করেন শিক্ষক-কর্মকর্তারা।

কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালের এইদিনে রাতের অন্ধকারে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হোলি খেলায় মেতে ওঠে হানাদাররা। দেশজুড়ে চালানো হয় হত্যাযজ্ঞ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউটার্ন.কম/এআর

0 Shares