Home » জাতীয় » খাগড়াছড়িতে পৌর মেয়র নতুন মুখ নির্মলেন্দু

খাগড়াছড়িতে পৌর মেয়র নতুন মুখ নির্মলেন্দু

লোকমান হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভায় ২য় ধাপে অষ্টম পৌর পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী (নৌকা প্রতীক) ৯০৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন :

করোনাভাইরাস : অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের

তেঁতুলিয়ায় টিএমএসএস‘র শীতবস্ত্র বিতরণ

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাগড়াছড়ি নাগরিক কমিটির ব্যানারে মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো: রফিকুল আলম পেয়েছেন ৮৭৪৯ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। এদিকে বিএনপি প্রার্থী ইব্রাহিম খলিল (ধানের শীষ) পেয়েছেন ৪৩০৮ ভোট। জাতীয় পার্টির ফিরোজ আহম্মেদ (লাঙ্গল) পেয়েছেন ১৮৪ ভোট।

সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে হয়েছেন সালেহা রহমান, ৪,৫,৬ নং ওয়ার্ডে হয়েছেন শাহেদা আক্তার, ও ৭,৮,৯ নং ওয়ার্ডে উক্রাইয়ু মারমা নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা (এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অতীশ চাকমা (দ্বিতীয় বার), ২নং ওয়ার্ডে যুবলীগ নেতা মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে মো: শাহ আলম, ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা বাচ্চুমনি চাকমা, ৫নং ওয়ার্ডে (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মজিদ (দ্বিতীয় বার), ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা রেজাউল করিম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা মংরে মারমা, ৮নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ (দ্বিতীয় বার), ও ৯নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চাকমা নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত ১৮টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম এ অনুষ্ঠিত পৌর নির্বাচনে কোথাও কোন বড় ধনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দুপুর ২টার দিকে ৬নং ওয়ার্ডে শালবন টেক্সটাইল ভোকেশনা (মহিলা) কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী রফিকুল আলমের উপস্থিতিকে কেন্দ্র করে নৌকার সমর্থকদের সাথে মিনিট দশেক ধাওয়া-পাল্টা হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা নিয়ন্ত্রণ করে।

খাগড়াছড়ি পৌরসভার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মোট ৩৭ হাজার ৮৭ জন ভোটার (২০ হাজার ৩শ ৫১ জন পুরুষ ভোটার ও ১৬ হাজার ৭শ ৩৬ জন নারী ভোটার)। এরমধ্যে ২০ হাজার ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

খাগড়াছড়ি পৌরসভায় এবারই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট প্রদান করে পৌর নাগরিকরা।

0 Shares