Home » জাতীয় » গণ পরিবহনে নির্দেশনা মানছেনা কর্তৃপক্ষ

গণ পরিবহনে নির্দেশনা মানছেনা কর্তৃপক্ষ

বেনাপোল প্রতিনিধি :
দেশব্যাপি সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে-গণ পরিবহনে বিশেষ নির্দেশনা দিলেও মানছেনা বাস কর্তৃপক্ষ। নেয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। আদায় করা হচ্ছে ডবল ভাড়া জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা। অধিকাংশ পরিবহনে যাত্রীরা পড়ছেনা মাক্স ফলে করোনা সুরক্ষা নিয়ে শংকিত হয়ে পড়ছেন সচেতন নাগরিকরা।
বৃহস্পতিবার থেকে সব ধরনের গণ পরিবহনে করোনা সু রক্ষায় দিকনির্দেশনা দেয় সরকার। যশোর বেনাপোল সড়কে গণ পরিবহনগুলোতে মানছেনা নিয়ম। নেয়া হচ্ছে বেশি যাত্রী। ভাড়া আদায় করা হচ্ছে বেশি। নেই কোন ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যাত্রীরা জিম্মি হয়ে পড়ছে বাস কর্তৃপক্ষের কাছে। নিরুপায় হয়ে যাচ্ছেন গন্তব্যে। প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

0 Shares