Home » জাতীয় » গলাচিপায় ২য় পর্যায় লকডাউন, প্রশাসনের কঠোর তৎপরতা

গলাচিপায় ২য় পর্যায় লকডাউন, প্রশাসনের কঠোর তৎপরতা

 

মুঃ জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা(পটুয়াখালী) :

করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায়ে ২য় লকডাউন মোকাবিলায়
পটুয়াখালীর গলাচিপায় সরকারের নিতিমালা অনুযায়ী নির্বাহী
ম্যাজিট্রেট আশিষ কুমার এর নেতৃত্বে ১৪’ এপ্রিল ১’লা বৈশাখ
বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী লকডাউন
কার্যকর করার ক্ষেত্রে উপজেলা ব্যাপি ব্যপক অভিযান চালায়।

নিবার্হী
ম্যাজিট্রেট ও নিবার্হী অফিসার আশিষ কুমার এবং গলাচিপা থানা অফিসার ইনর্চাজ এম আর শওকত আনোয়ার, উপজেলার বিভিন্ন
মারর্কের্ট, পরিবহণ স্ট্যন্ডে জনসাধারণকে সতর্ক করণসহ মাস্ক বিতরণ
করেন।

আরও পড়ুন :

গলাচিপায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ,বীজ ও সার বিতরণ

গলাচিপার পানপট্টি সড়কটি বেহাল, জনদুর্ভোগ সীমাহীন

 

প্রশাসনের অভিযানে ব্যক্তি – প্রতিষ্ঠানকে ১’হাজার
৫’শত টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকটি
পরিবহণ জব্দ করে এবং রিক্সশার পাম্প ছেড়ে দেয়। সরকারের নিদের্শ মোতাবেক প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়ায় অনেকেই
সন্তোষ প্রকাশ করেন।

0 Shares