Home » Uncategorized » গৌরনদীতে ১শ- বছর আগের ঐতিহ্যবাহী সুরভী পূজা

গৌরনদীতে ১শ- বছর আগের ঐতিহ্যবাহী সুরভী পূজা

 

অমৃত লাল সুতার,গৌরনদী :

 

বরিশালের গৌরনদী উপজেলায় বাটাজোর ইউনিয়ন দেওপাড়া (বাইচখোলা) গ্রামে দেবী সুরভী মায়ের পূজা বাঙালিদের একটি ঐতিহ্যবাহী পূজা। প্রায় ১০০ শ বছর ধরে পূজা করে আসছেন দেওপাড়া (বাইচখোলা) সমাজের হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ । সাধারণত দেবী সুরভী মায়ের পূজা ফাল্গুন বা চৈত্র মাসে হয়ে থাকে।দেবী সুরভী অশুভ বিনাস কারি,,, মঙ্গল ময়ি দেবী।। সকল অশুভকে দূর করে শুভর প্রতিষ্ঠা করে।,,,,,,,,,,,,,,,আজ ৭ফাল্গুন শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ পূজা আরম্ভ হয়।


ধুপদ্বিপ,শঙ্খ, প্রদ্বীপ,ইত্যাদি জ্বালিয়ে মাকে বরন করে।।শুদ্ধ বস্ত্র পরিধান করে, উপবাস থেকে মাতা সুরভীর পূজা করা হয়।
গ্রামের প্রায় একশত বছর আগের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দেবী সুরুভী মায়ের পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটাজোর ইউনিয়ন দেওপাড়া (বাইচখোলা) গীতায় স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা আরতী রানী শিকারি, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।(r)

 

0 Shares