Home » জীবনধারা » ঘরহীন ঘরে যখন জোৎস্না পড়ে

ঘরহীন ঘরে যখন জোৎস্না পড়ে

…………………..
কখনও কখনও খুব সাধারণও অসাধারণ হয়ে ওঠে রঙ্গের খেলায়, আলোর ছোঁয়ায়। আপনি না চাইলেও সেই আলো এবং রং আপনাকে করে তুলবে মহিমাম্বিত। নিজে না হলেও, বনে যাবেন মহান শিল্পী, কেননা আলো, ছায়া আর রং আপনার ঘরের জোড়া দেয়া আসবাবকেও করে তুলবে সৃষ্টিশীল।


দিন
কয়েক
আগে
আমাদের বাসায়
রাত আটটার এক স্বর্গীয় নরোম রোদের আলো এমনই মোহনীয় করে তুলেছিল আমাদের ঘরহীন ঘরকে। মনে হচ্ছিল অবাক জোৎস্নায় ভেসে যাওয়া কীর্তনখোলা। আমাদের খুব সাধারণ এবং অনেক ‘নাই’ এর বাসাটাও পূর্ণতায় পরিপূর্ণ হয়ে ওঠে। তৃপ্তি বা উৎসাহটা তখনই আসে- ক্ষণিকের হলেও। আমাদের বাসায় দুটো বিষয় সর্বোচ্চ যত্ন পায়- খাবার আর গাছপালা। হয়তো বরিশাইল্যা গেঁয়ো ভূত বলে। (Shawkat Milton, কানাডা )

0 Shares