Home » সারাদেশ » চরভদ্রাসনে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চরভদ্রাসনে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।এর পরে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,স্থানীয় পেসক্লাব, উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠন,উপজেলা বি.এন.পি ও এর অঙ্গ সংগঠন,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ। দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় উপজেলা চত্বর থেকে প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল,কলেজ ও নানা শ্রেণি পেশার মানুষ প্রভাত ফেরীতে অংশ নেয় এবং প্রধান কয়েকটি সড়ক ঘুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ,মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২ পালন করা হয়।

0 Shares