Home » জাতীয় » চরাঞ্চলে ব্যাপক ভুট্টা চাষ, কাউনিয়া বাম্পার ফলনের আশা করছে চরাঞ্চলের কৃষক

চরাঞ্চলে ব্যাপক ভুট্টা চাষ, কাউনিয়া বাম্পার ফলনের আশা করছে চরাঞ্চলের কৃষক

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) : কাউনিয়ায় তিস্তার জেগে উঠা চরে ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। অল্প খরচ আর অধিক ফলন এবং বেশি লাভ হওয়ায় কাউনিয়ায় তিস্তা নদীর জেগে উঠা চরসহ বিভিন্ন গ্রাম গুলোতে ভুট্টা চাষে ঝুকে পড়েছে চাষীরা। ভুট্রার বাম্পার ফলন ও ভাল দামের আশা করছে চাষিরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে তিস্তা নদীর জেগে উঠা ধু-ধু বালু চরে যে সব চরে কোন ফসল হতো না সে সব চরের জমিতে এখন ভুট্টার চাষ হচ্ছে। উপজেলার প্রাননাথচর, চর নাজিরদহ, চর চতুরা, আরাজি হরিশ্বর, গুপিডাঙ্গা, চর বিশ্বনাথ, চর আজম খাঁ, চর গনাই, চর বিশ্বনাথসহ ২২ টি চরে দিগন্ত মাঠ জুড়ে ভুট্টা চাষে সবুজের সমারোহ। চরে গুলোতে এবার ভুট্টা ছারাও কুমড়া, স্কোয়াস, পিয়াজ,মরিচ,রসুন চাষ হয়েছে। খোর্দ্দ ভুতছারা গ্রামের কৃষক ফজলার রহমান জানান, তিনি ৩০-৩৫ মন ভুট্রা ফলনের আশা করছেন। বর্তমানে ভুট্রার বাজার মূল্য ভালো। এছাড়া ভুট্টার পাতা গো-খাদ্য ও গাছ রান্নায় জ্বালানির কাজে ব্যবহার হয়। তবে ভুট্টা চাষি মোস্তফা ও গফুর আলী জানান, ভুট্টা চাষে সামান্য সমস্যাও রয়েছে তা হলো মাড়াই ও বাজারজাতকরণ। তাছাড়া সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও ব্যাংক ঋণের যথেষ্ট অভাব রয়েছে। কৃষকদের সহজ শর্তে কিস্তিতে মাড়াই মেশিন, কৃষি ঋণ, চাষাবাদে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহ, সংরক্ষণাগার ও বিপণন ব্যবস্থা চালুর দাবি জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৮শ ৬৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি ভুট্টা চাষিদের মাঝে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। অবহাওয়া ভাল থাকায় ফলন ভাল হবে আশা করছেন।

 

 

0 Shares