Home » সারাদেশ » জমে উঠতে নির্বাচনী প্রচারনা, দীর্ঘ ৭বছর পর অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ত্রিবার্ষিক নির্বাচন

জমে উঠতে নির্বাচনী প্রচারনা, দীর্ঘ ৭বছর পর অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ত্রিবার্ষিক নির্বাচন

বেনাপোল প্রতিনিধি:-
দীর্ঘ ৭বছর পর অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ত্রিবার্ষিক নির্বাচন। জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচারনা। ছুটছেন ঢাকা চিটাগাং মংলা ভোমরাসহ বিভিন্ন শুল্ক
স্টেশনে ভোটারদের দ্বারে। দুটি প্যানেলে হবে নির্বাচন।
শীর্ষ স্থানীয় ব্যবসায়ি সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। ২০১৪সালের পর আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে সামসুর রহমান-মধু –লতা সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদ ও সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদের মধ্যে ২০২২-২০২৪ ত্রিবার্ষিক নির্বাচন। চলছে মিটিং সিটিং সহ বিভিন্ন প্রচারনা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বন্দর এলাকা।৭২৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জয়ের লক্ষে
দিচ্ছেন প্রার্থীদের বিভিন্ন আশ্বাস। জয়ের ব্যাপারী আশাবাদি উভয় প্যানেলের প্রার্থীরা
দীর্ঘদিন দায়িত্বে থেকে সেবা দিয়ে এসেছেন,ফলে এবারও সামসুর রহমান-মধু –লতা পরিষদের জয়ের সম্ভাবনার আশা করেন -মহাসিন মিলন-সভাপতি প্রার্থী সামসুর রহমান-মধু লতা পরিষদ। এ প্যানেলে নাসির উদ্দিন-জামাল হোসেন,এমদাদুল হক লতা-সৌরভ-এনামুল হক মুকুল ও মেহেরউল্লাহর জয়ে সম্ভাবনা বেশি বলে জানান ভোটার ও স্থানীয়রা। মহাসিন মিলন বলেন ব্য
ব্যবসায়িদের যে কোন সমস্যায় পাশে থেকে নিরলস ভাবে দিয়েছেন সেবা। লতা সামসুর রহমানের রয়েছে সঠিক দিকনির্দেশনা। ফলে পুরো প্যানেলের জয়ের আশা করেন তিনি।
তবে এবার নির্বাচনে নতুন প্যানেলের অনেক নতুন মুখ জয়ের সম্ভাবনা রয়েছে বলে গুনজন তৈরী হয়েছে। পাটি কেটে নেয়া,অবৈধ লেনদেন সহ বিভিন্ন অভিযোগে নতুন প্রার্থীদের জয়ের আশা উজ্জ্বল হচেছ।
বেনাপোল বন্দর কাস্টম সহ ব্যবসার সাথে বিভিন্ন সংগঠনে থেকে দিয়েছেন সেবা। এলাকার নতুন প্রবীণ শিক্ষিতদের নিয়ে গড়েছেন প্যানেল। ফলে নতুন প্যানেলের অনেকেই পাচ্ছেন সাড়া-জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন-মফিজুর রহমান সজন-সভাপতি প্রার্থী ও ফজুলর রহমান-সাধারণ
সম্পাদক প্রার্থী- সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদ বেনাপোল। ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীসহ
ব্যবসায়িদের সাথে অল্প সময়ে সু সম্পর্ক গড়ে উঠায় দেখছেন বিজয়ের স্বপ্ন। ভোটারদের বিভিন্ন সেবা আশ্বস্ত করায় সজন প্যানেলের গ্রহণ
যোগ্যতা বাড়ছে। আবু তাহের ভারত ও আলী কদর সাগরের গ্রহণযোগ্যতা বাড়ছে দিন। জয়ের সম্ভাবনার কথা জানান সিএন্ডএফ নেতাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ভোটাররা। এবার নির্বাচনে অধিকাংশ নতুন মুখের জয়ের সম্ভাবনা দেখছেন বন্দর ব্যবহারকারীরা। পাল্টে যাবে ভোটের হাওয়া। স্বস্তি ফিরবে বন্দর কাস্টম ও সিএন্ডএফ এসোসিয়েশনে এসব শ্লোগানে অনেক তরুণ
ও মেধাবী প্রার্থীরা ভোট প্রার্থনায় এগিয়ে যাবেন বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
সিএন্ডএফ এজেন্টের অনেক নেতাই ছিলেন ভোটারদের প্রতি বিরুপ। ফলে শিক্ষিত ভোটাররা নতুন প্যানেলকে বেছে নেবে আশা করেন প্রার্থী ও সাধারণ
ভোটাররা।
শান্তিপূর্ণ
পরিবেশে সিএন্ডএফ নির্বাচনের আশা করেন তারা। শুষ্ঠু
পরিবেশে চলছে প্রচারনা। সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছে বলে জানান সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন,বেনাপোল নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্বল। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট নির্বাচনে জয়ের লক্ষে দু টি প্যানেলে ঢাকা ও চিটাগাংয়ের ভোটারদের উপর জোর দিচ্ছেন বলে জানান ভোটার ও কর্মি সমর্থকরা।
0 Shares