Home » জাতীয় » জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা

জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা

ওয়াহেদুর রহমান, দিনাজপুর : জেলা আইনজীবী সমিতি দিনাজপুরের জরুরি সাধারণ সভা এবং ৫টি শূন্য পদের শপথ গ্রহণ ৪ এপ্রিল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাজহারুল ইসলামের সভাপতিত্বে দেশে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির হল রুমে ৫টি শূন্য পদে সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী শপথ বাক্য পাঠ করেন সহ-সভাপতি পদে এ্যাড. আবু রুশদ হাবিব, সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ্্ সেলিম, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক এ্যাড. মোঃ মাসুদ রানা (১), নির্বাহী সদস্য এ্যাড. শ্রী নরেন চন্দ্র প্রামানিক ও এ্যাড. মোঃ ওবায়দুল ইসলাম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম (১) এর সঞ্চালনায় জরুরি সাধারণ সভায় বক্তব্য রাখেন এ্যাড. মোঃ বরকত আলী, এ্যাড. বিনয় কান্তি রায় জীবন, এ্যাড. সাইফুর রহমান পারভেজ ও এ্যাড. অনিমেষ রায়। শপথ পাঠ করান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন সিনিয়র এ্যাড. হামিদুর রহমান। ৫টি শূন্য পদে যারা দায়িত্ব পেলেন তাদেরকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সমাপনী বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এ্যাডভোকেট এ্যাড. মাজহারুল ইসলাম সরকার বলেন, আইনজীবী সমিতির সম্মানিত কতিপয় সদস্য মতবিরোধ করে দূরে সরে রয়েছেন। আমরা আশা করি তারা তাদের ভুল বুঝে জেলা আইনজীবী সমিতির সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা প্রদান করবেন। সভায় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৫ম সংশোধনী ৩১ মার্চ তারিখের সাধারণ সভায় কোন সদস্য পদত্যাগ করলে তার নিকর্টতম প্রতিদ্বন্দ্বি হিসেবে যিনি ছিলেন তিনি শূন্যপদ পূরণ করলেন। আরো উল্লেখ রয়েছে ২৪ ও ৬৯ অনুচ্ছেদের যে অংশে বলা হয়েছে চৈত্র মাসের শেষ সপ্তাহের শনিবারে সাধারণত নির্বাচন হবে সে অংশ বাতিল। যে কোন নির্বাচন ১ বছরের জন্য হবে। ২৪ ও ৬৯ অনুচ্ছেদের ঐ অংশ অপরিবর্তিত থাকবে গত নির্বাচন হয়েছে ৫ সেপ্টেম্বর’২০ তারিখে। আগামী নির্বাচন হবে ৫ সেপ্টেম্বর’২১ তারিখে।

0 Shares