Home » জাতীয় » ঝিনাইদহের হরিনাকুন্ডুতে নৌকার প্রার্থী, কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে নৌকার প্রার্থী, কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

 

ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া বিছিন্ন সংঘর্ষ হয়। আইন শৃংখলা বাহিনীর গুলি বর্ষণ করেছে। ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সময়ের তালে তালে ভোট কেন্দ্র গুলোর বাইরে ও ভেতরে উত্তেজনা ছড়াতে থাকে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পদস্থ কর্মকর্তারা দফায় দফায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। রির্টানিং ও জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, ভোট গ্রহণের বিষয়ে কোন প্রার্থী এখন পর্যন্ত অভিযোগ করেননি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে মান্দারতলা-জোড়া পুকুরিয়া কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট হরিনাকুন্ডু পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাগর হোসেন ভোটারদের প্রভাবিত করায় একদল দুর্বৃত্ত লাঠিসোটা রামদা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে সাগর হোসেনকে বুথের ভেতর কুপিয়ে আহত করে এবং ব্যালট বাক্স ভাংচুর করে । আহত সাগরকে দ্রুত উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হামলাকারিদের তাণ্ডবে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।

কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রে ট ও শৈলকুপা উপজেলা নির্বার্হী অফিসার কানিজ ফাতেমা লিজা জানান, হঠাৎ করে হামলার কারণে হতভম্ব হয়ে পড়েন তারা। এরপর বিজিবি র‌্যাব পুলিশ দ্রুত সেখানে এসে হাজির হয়। তিনি দাবি করেন কিছু পরে ফের ভোট গ্রহণ শুরু করেন তারা। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য মতে সংর্ঘষ ভোট কেন্দ্রে আসপাশে ছড়িয়ে পড়ে। দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভোট কেন্দ্র রক্ষায় ৫/৭ রাউন্ড গুলি বর্ষণ করে আইন শৃংখলাবাহিনী।

বেলা পোনে দুইটার দিকে চটকাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আহত হন অন্তত একজন। খবর পেয়ে বিজিবি র‌্যাব অতিরিক্ত পুলিশ সেখানে ছুটে আসে। ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে রাজু আহম্মেদ নামের এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ডসহ পাঁচহাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসাদুর জামান। জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনে কারাদণ্ডাদেশ দেন তিনি।
ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে শহিদুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছেন।
হরিনাকুন্ডু নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩’ শ ৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯’শ ১৩ ভোট। অন্যদিকে কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩’শ ৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১’শ ২৮ ভোট। ঝিনাইদহের এই দুটি পৌরসভায় সকাল থেকে ভোট গ্রহণ বিকাল পর্যন্ত চলে। কোটচাঁদপুরে শান্তিপূর্ণভাবে ভোট হলেও হরিণাকুন্ডুতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়।

0 Shares