Home » জাতীয় » ডিমলায় মাস্ক না পড়ার দায়ে অর্থদণ্ড

ডিমলায় মাস্ক না পড়ার দায়ে অর্থদণ্ড

বাদশা সেকেন্দার (ভুট্টু), ডিমলা (নীলফামারী) :
বিশ্বব্যাপী মহামারী নোভেল “কোভিট-১৯” এর ২য় ঢেউ প্রতিরোধে নীলফামারী ডিমলায় ১ এপ্রিল বিকালে বাবুরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীকে মাস্ক না পড়ার দায়ে আলী ফার্মেসিকে ৪শত, জাহাঙ্গীর স্টোরকে ৪শত, প্রকাশ স্টোরকে ২শত, সহিদুল পান স্টোরকে ২শত ও রানাকে ২শত টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন ইউএনও জয়শ্রী রানী রায়। ইউএনও সর্বসাধারণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন- কোভিট-১৯ সংক্রামণরোধে মাস্ক,হ্যান্ড স্যানিটেশন ও সাবান দিয়ে ভালো করে হাত ধোয়াসহ মাস্ক ব্যতিত কোন পণ্য বিক্রি করা যাবে না। পাশাপাশি কিছু পথচারীকে মাস্ক বিতরণ করেন এবং সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করেন।

0 Shares