Home » জাতীয় » ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)র জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন এমদাদুল হক মুন্না

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)র জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন এমদাদুল হক মুন্না

 

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড
(ডেসকো)র
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক মুন্না। সম্প্রতি সংগঠনের মহা সচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)র জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির
সভাপতি সাজেদুল করিম, সাধারণ সম্পাদক
মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে
তাকে এ পদে মনোনীত করেন।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এমদাদুল হক মুন্না বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করাই হবে আমার প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে।”

তিনি সংগঠনের সকল স্তরের নেতা–কর্মির সহযোগিতা কামনা করেছেন এবং জিয়া পরিষদকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

0 Shares