Home » সারাদেশ » ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ঘোষিত লকডাউনে স্তব্ধ জনজীবন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ঘোষিত লকডাউনে স্তব্ধ জনজীবন

 

শহিদ শেখ পাখি :

​নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত জাতীয় লকডাউনের প্রভাবে গতকাল বৃহস্পতিবার (১৩-১১-২০২৫) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল প্রায় শূন্য ছিল। সকাল থেকে নি Når নিমতলা এলাকায় যানবাহন কমে যাওয়ায় জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়ে।

​সাধারণ দিনের তুলনায় বাজারে ক্রেতা-দর্শনার্থী ছিল খুবই কম। ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচল ছিল নগণ্য। তবে, মহাসড়কে যানবাহন না থাকলেও সার্ভিস লেনগুলোতে কিছুসংখ্যক সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

 

 

 

​পথচারী ও সাধারণ মানুষের বক্তব্যে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সৃষ্ট ভোগান্তির চিত্র ফুটে উঠেছে।

​এক পথচারী বলেন, “রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থসিদ্ধির জন্য যে সিদ্ধান্তগুলো নেয়, তার ফলে আমাদের সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। হরতাল-অবরোধ-গুম-খুন—এসব কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।”

​আরেক পথচারী আহাদ হোসেন বলেন, “এটি একটি গণতান্ত্রিক দেশ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে জনগণের দুর্ভোগ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। লকডাউন ঘোষণায় আজ আমাদের আয় বন্ধ, কিন্তু ব্যয় বন্ধ হয়নি। সাধারণ মানুষ কী করবে? নিজের স্বার্থ হাসিল করতে সাধারণ মানুষকে বিপদে ফেলা উচিত নয়।”

​এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ক্রেতার অভাব ও ভয়ভীতির কারণে রোজকার বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। ফলে তাদের জীবিকার কোনো আয় হচ্ছে না।

​এদিকে, নাশকতা ঠেকাতে সিরাজদিখান থানা পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।

​সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর জানান, “নাশকতা ঠেকাতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছি। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েনসহ টহল বাড়িয়েছি।”

0 Shares