Home » সারাদেশ » তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে সুনামগঞ্জে আলোচনা সভা: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”

তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে সুনামগঞ্জে আলোচনা সভা: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি :
“তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই'” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়ন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ সমাজের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। বৃহস্পতিবার (১৩ নবেম্বর) সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্যই যেকোনো দেশের প্রধান শক্তি। তরুণদের মেধা, সাহস ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়েই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর ড. রোকশানা পারভিন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনার নুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স¤পাদক পঙ্কজ দে, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। এছাড়াও, জেলা ছাত্র শক্তি সুনামগঞ্জ এর আহবায়ক এন. ডি উছমান গনী, শিক্ষার্থী বর্ষা, রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবী রিয়াদ প্রমুখ, তরুণ প্রতিনিধিরা তাদের ভাবনার কথা তুলে ধরেন এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভার সমাপ্তিতে বক্তারা আশা প্রকাশ করেন, এই সভার মাধ্যমে তরুণ সমাজ দেশ ও পৃথিবীর ইতিবাচক পরিবর্তনে আরও বেশি অনুপ্রাণিত হবে।

0 Shares