Home » সাহিত্য » দাবা খেলা -এম. এ. হান্নান

দাবা খেলা -এম. এ. হান্নান

কোথায় তোমার জন্ম ও ভাই, থাক কোনখানে?
নিত্য তুমি যুদ্ধ কর, না মেরে কাউকে প্রাণে।
বিচিত্র তোমার গতিবিধি, আকৃতি-প্রকৃতি,
প্রতিনিয়ত আঘাত হানো প্রতিপক্ষের ’পরে,
শুরু থেকে শেষ অবধি এমনই যুদ্ধ চলে।
সৈন্য মরে, ঘোড়া মরে, নৌকো-হাতি-মন্ত্রী মরে,
অবশেষে হারে রাজা, এমনই করে চলে বুদ্ধি-যুদ্ধের খেলা।
জন্ম আমার ভারতবর্ষে, থাকি সারা বিশ্বে।
দেশেদেশে বুদ্ধির লড়াই লড়তে থাকি, রাশিয়া সবার শীর্ষে।
রাশিয়ায় আমি জাতীয় খেলা, জন্মেছি রানী মন্দোদরীর হাতে,
যুদ্ধবাজ স্বামী রাবণকে যুদ্ধ খেলায় ঘরে বন্দি রাখার ছলে।
নাম আমার শতরঞ্জ, চতুরঙ্গ কিংবা দাবা, এই মোর পরিচয়।
বিশ্বের বহু নেতা খেলতো দাবা, রাজনীতিতেও ভূমিকা কম নয়।
খেলতো দাবা সম্রাট আকবর, নেপোলিয়ান, কার্লমার্কস,খলিফা হারুন,
আব্রাহাম লিংকন, রানী ইসাবেলা, টলস্টয়, রুশো, আর লেনিন।
ফার্দিনান্দো খেলেছিল দাবা, রানীর কৌশলে
আমেরিকাও আবিষ্কার হলো দাবার বুদ্ধিবলে।
কিশোর খেলে, তরুণ খেলে, খেলে বয়োজ্যেষ্ঠ,
সব বয়সের খেলা রে ভাই, দাবাই সর্বশ্রেষ্ঠ।
—– 0 —–
“ফার্দিনান্দো খেলেছিল দাবা, রানীর কৌশলে
আমেরিকাও আবিষ্কার হলো দাবার বুদ্ধিবলে।”—– দlবা খেলার সাথে কলম্বাসের আমেরিকা আবিষ্কার? স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন এসে যায়। এটি কারও জানার আগ্রহ হলে ফোন করতে পারেন # ০১৭১৮৪৩৬৫৮৪ এ।

0 Shares