Home » জাতীয় » নবজাজতক চুরি

নবজাজতক চুরি

 

বেনাপোল প্রতিনিধি :
এনজিও কর্মি পরিচয়ে প্রতারনা-১০হাজার টাকা দেয়ার নাম করে যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে তাসিন নামে এক নবজাজতক শিশু চুরি হয়েছে। নবজাতক শিশু তাসিন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম ও জান্নাতুল খাতুন দম্পত্তির পুত্র সন্তান।

আরও পড়ুন :

প্রত্যেককে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে : মোস্তাফা জব্বার

অতিক্ষুদ্র, ক্ষুদ্র- মাঝারি উদ্যোক্তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে : শিল্পমন্ত্রী
নাম ঠিকানা না জানা অপরিচিতা এনজিও কর্মি পরিচয়ে এক মহিলা ১৫ দিন আগে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়। সেই অনুযায়ী অপরিচিতা সেই মহিলা বৃহস্পতিবার আশরাফুলের বাসায় গিয়ে ১০হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে। এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অপরিচিতা মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার জানান, স্থানীয় লোকজন আমাদেরকে বিষয়টি জানালে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। তবে এখনও পর্যন্ত বাচ্চাটির কোন সন্ধান পাওয়া যায়নি। বাচ্চাট উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা।

 

0 Shares