Home » সারাদেশ » বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে : আনিসুল হক

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে : আনিসুল হক

 

 

 

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনিসুল হক বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য দূর হবে। কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা এক সঙ্গে অধিকার নিয়ে বাঁচব। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত প্রায় ১৭ বছরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মিকে নাশকতাসহ বিভিন্ন মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। তিনি বলেন, বিএনপি কথা দিয়ে কখনো কথার বরখেলাপ করে না। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এ দেশের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি কথা দিয়েছেন এ দেশের এক কোটি শিক্ষিত বেকারকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি থেকে তাকে দলীয় মনোনয়ন দিলেও ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব জনগণের। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার আনার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদেরও অবদানের কথা তিনি তুলে ধরেন। ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় বুধবার (১২ নভেম্বর) বিকেলে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কাজী মাজহারুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, মাহবুবুল আলম হাদিস, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মাহতাব, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনুল হক জিলানী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ স¤পাদক মিলন মজুমদার কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ প্রমুখ।

0 Shares