মরসুমের প্রথম এল ক্লাসিকোয় পরিস্থিতি উত্তপ্ত হল। খেলা শেষে হাতাহাতিতে জড়ালেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবলাররা। পরিস্থিতি সামলাতে হল নিরাপত্তারক্ষীদের।
স্পোর্টস ডেস্ক :
জোড়া লাল কার্ড, খেলা শেষে ফুটবলারদের মধ্যে হাতাহাতি, কী না হল মরসুমের প্রথম এল ক্লাসিকোয়। ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। কিন্তু খেলার শেষটা ভাল হল না। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল নিরাপত্তারক্ষীদের।
আনন্দবাজার ডট কম
গত মরসুমে শেষ সাক্ষাতে রিয়ালকে তাদের ঘরের মাঠে ০-৪ গোলে হারিয়েছিল বার্সা। তাই রিয়ালের কাছে জবাব দেয়ার পালা ছিল। ২২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। ৩৮ মিনিটে সমতা ফেরান ফের্মিন লোপেস। ৪৩ মিনিটে আবার এগোয় রিয়াল। এ বার গোল করেন জুড বেলিংহ্যাম। সেটাই জয়সূচক গোল হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে আর সমতা ফেরাতে পারেনি বার্সা। ১-২ গোলে হারতে হয় তাদের।
খেলার শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই দলের বেঞ্চে বসে থাকা ফুটবলাররা। ৯০ মিনিটের মাথায় রিয়ালের বেঞ্চে বসে থাকা গোলরক্ষক আন্দ্রি লুনিন লাল কার্ড দেখেন। সংযুক্তি সময়ের একেবারে শেষে লাল কার্ড দেখেন বার্সেলোনার পেদ্রি। এই দুই লাল কার্ড আগুনে ঘি ঢালে।
রেফারির শেষ বাঁশি বাজার পরেই একে অপরের দিকে ধেয়ে যান ফুটবলাররা। হাতাহাতি, ধাক্কাধাক্কি চলতে থাকে। রেফারি ও সহকারী রেফারিরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেও পারেননি। ফলে নিরাপত্তারক্ষীদের নামতে হয়। তারাও হিমশিম খান। বেশ কিছু ক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে বার্সার লামিন ইয়ামাল অভিযোগ করেছিলেন, রিয়াল মাদ্রিদ রেফারির উপর চাপ সৃষ্টি করে খেলা জেতে। এই বিষয়টি ভাল ভাবে নেননি রিয়ালের ড্যানি কার্ভাহাল। মাঠেই ইয়ামালকে জবাব দেন তিনি। কার্ভাহাল বলেন, “তুমি খুব বেশি কথা বলো। এ বার কিছু বলো। কী, কথা বন্ধ হয়ে গেছে।”
ইয়ামালকে নিশানা করেছেন রিয়ালের বেলিংহ্যামও। খেলা শেষে ইনস্টাগ্রামে নিজের উল্লাসের ছবি দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, “কথা বলে কিছু হয় না। কাজে করে দেখাতে হয়।” বেলিংহ্যামকে জবাব দিয়েছেন ইয়ামালের পিতা। তিনি লেখেন, “ওর বয়স মাত্র ১৮। একটু তো ভেবে কথা বলো। বার্সেলোনায় দেখা হচ্ছে।” মরসুমের পরের এল ক্লাসিকো হবে বার্সার ঘরের মাঠে। এখন থেকেই রিয়ালকে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইয়ামালের পিতা।
কার্ভাহালের মন্তব্য মানতে পারেননি বার্সার মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি জং। তিনি খেলা শেষে বলেন, “কার্ভাহাল ও ইয়ামাল দু’জনেই তো স্পেনের জাতীয় দলে খেলে। সেখানে ওরা সতীর্থ। কার্ভাহাল এত সিনিয়র ফুটবলার। সকলের সামনে ওর উচিত হয়নি ইয়ামালকে কিছু বলা। যদি কিছু বলারই থাকত, তা হলে খেলা শেষে আলাদা করে বলতে পারত।”
এই ম্যাচের পর অবশ্য লা লিগার পয়েন্ট তালিকায় বার্সার থেকে ৫ পয়েন্ট এগিয়ে রিয়াল। ১০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭। শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ১০ ম্যাচে ২২। তিন নম্বরে রয়েছে ভিয়ারিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২০।
Newturn24.com Latest News Portal