Home » জাতীয় » বেনাপোলে করোনা সুরক্ষা মানছেনা

বেনাপোলে করোনা সুরক্ষা মানছেনা

এম এ রহিম,বেনাপোল:
দেশে আবার বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এসময়ে যশোরের শার্শা বেনাপোলে করোনা সুরক্ষা মানছেনা অনেকে। চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশ আসছে করোনা রোগী। শনিবার ভারত থেকে আসা করোনা আক্রান্তকে যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন টাইনে পাঠানো হয়েছে। সোমবার থেকে দেশব্যাপি লকডাউন ঘোষণা করায় বেড়ে গেছে মাক্সসহ বিভিন্ন করোনা সুরক্ষায় সামগ্রীর দাম। ঝুঁকিতে বেনাপোলের মানুষ।
রবিবার বেনাপোল নাভারন শার্শা ও বাগআচড়াসহ বিভিন্ন বাজারে ওষুধের দোকান ও মুদিদোকানে রাখা মাক্স ও স্যেনিনলাইজারের দাম এক লাফে বেড়ে গেছে দ্বিগুন। ৬৫টাকার একবক্স মাক্স বিক্রি হচ্ছে ১২০টাকায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ বাজার মনিটরিং না করায় শংকা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মাক্স ছাড়াই চলাচল করছে মানুষ। শহরে বন্দরে গ্রামে বাজারে জীবন জীবিকার তাগিদে করোনা ঝুঁকি নিয়েই চলছে তারা। গণ সচেতনতা বাড়ানোসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দাবি জানান সচেতন নাগরিকরা।

0 Shares