Home » জাতীয় » বেনাপোল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি সচল:শ্রমিকদের মধ্যে প্রানচাঞ্চল্য
benapole bondor open pic 01

বেনাপোল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি সচল:শ্রমিকদের মধ্যে প্রানচাঞ্চল্য

বেনাপোল প্রতিনিধি:

ভারতের পেট্টাপোল জীবন জিবিকা বাচাও আন্দোলন কমিটির দেওয়া দুটি শর্ত মেনে নেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। টানা ২ দিনপর মঙ্গলবার সকাল থেকে বেনাপাল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি সচল হয়েছে। বন্দরে চলছে লোড-আনলোড।শ্রমিকদের মধ্যে ফিরেছে প্রানচাঞ্চল্য

আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তন: তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি বাড়ার ‘সম্ভাবনা বাড়ছে’

দলের দূর’দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে যাথযত মূল্যায়ন করা হচ্ছে না।

বেনাপোল বন্দর উপ পরিচালক মামুন তরফদার ও সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান জানান- ৫দফা বাস্তবায়নের দাবীতে রবিবার সকাল থেকে অবরোধ ডাকে ভারতের পেট্টাপোল জীবন জিবিকা বাচাও আন্দোলন কমিটি। ফলে বন্দর হয়ে যায় আমদানি রফতানি। আটকা পড়ে পন্য বোঝায় ট্রাক। নষ্ট হতে শুরু করে মাছ পান মরিচ ফলসহ কাচাপন্য। সোমবার বিকালে শ্রমিকদের সাথে কাষ্টম ও বন্দরের ফলপ্রসু বৈঠকের পর-দুটি শর্ত মেনে নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় আমদানি রফতানি। ২০ ফেব্রয়ারি থেকে ভারতীয় ট্রাক ড্র্ইাভাররা আগের মতো যাতায়াত করতে পারবে। কুলি বা সাধারন শ্রমিকেরা করতে পারবে পন্য হ্যান্ডলিং।

সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩৭ট্রাক পন্য বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। তবে কোন পন্য রফতানি হয়নি ভারতে।

 

 

0 Shares